reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০১৯

সূর্যগ্রহণ : এবার দেখা যাবে অগ্নিগোলক!

সূর্যগ্রহণের গতিপথ। পাশে সূর্যকে ঢেকে রেখেছে অন্ধকার।

আগামী ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণে সূর্য ঢেকে যাবে অন্ধকারে। এরপর ক্রমে সূর্যের চারপাশে ফুটে উঠবে আগুনের গোলক।

এবারের সূর্যগ্রহণে সূর্যের চারপাশে যে ‘রিং অব ফায়ার’ বা অগ্নিগোলক দেখা যাবে, এমন অদ্ভুত দৃশ্য শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী।

দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দক্ষিণ ভারত, বঙ্গোপসাগর, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে। বাংলাদেশ থেকেও অংশবিশেষ দেখা যাবে। তবে পুরোপুরি দেখতে হলে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বেশ কিছুটা দক্ষিণে বঙ্গোপসাগরের যেতে হবে।

বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে এ সূর্যগ্রহণ অপেক্ষাকৃত ভালো দেখা যাবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সূর্য,অন্ধকার,আগুন,সূর্যগ্রহণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close