reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৮

সাড়ে ৮ লাখ টাকার চকলেট!

চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রায় নিয়মিতভাবেই ভোক্তাদের চাহিদা মেটাতে বাজারে আসছে নতুন সব চকলেট। তবে কোন চকলেটের দাম যদি সাড়ে ৮ লাখ টাকার বেশি হয়, তাহলে সে চকলেট খাওয়ার চেয়ে জমিয়ে রাখতেই ইচ্ছে করবে বেশি। সম্প্রতি এমন এক চকলেটই প্রদর্শিত হলো পর্তুগালে আন্তর্জাতিক চকলেট ফেস্টিভ্যালে।

চকলেটটি তৈরি করেছেন পর্তুগিজ চকলেট নির্মাতা ড্যানিয়েল গোমস। স্বাদ ও দামের সঙ্গে মিলিয়েই বোধহয় নাম দিয়েছেন গ্লোরিয়াস। তিনি জানান, গিনেস বুক অব রেকর্ডস সবচেয়ে দামি চকলেটের স্বীকৃতি পেয়েছে তার গ্লোরিয়াস।

নির্মাতা গোমস জানিয়েছেন, চকলেটটির ওপরে রয়েছে সোনার আবরণ, যা খাওয়া সম্ভব। এছাড়াও বিশ্বের সবচেয়ে দামি মসলা ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে। রয়েছে মাদাগাস্কার থেকে আনা ভ্যানিলা ও হোয়াইট ট্র্যফেল। অনেকটা ছোট হিরের মতো দেখতে গ্লোরিয়াসকে সাজানো রয়েছে ৫ হাজার অস্ট্রিয়ার ক্রিস্টাল দিয়ে। এই চকলেটের সঙ্গে সবসময় রয়েছে দুজন সশস্ত্র রক্ষী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকোলেট,পর্তুগাল,গ্লোরিয়াস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist