reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০১৮

কপিরাইট মামলায় জিতে ধনী বিড়াল!

গম্ভীর চেহারার কারণে অনেকের কাছেই আলাদা একটা পরিচিতি লাভ করেছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা তাবাথা বুনডেসেনের পোষ্য বিড়ালটি। ২০১২ সালে বিড়ালটির একটি গম্ভীর আর রাগান্বিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘বদমেজাজি’ বিড়ালের স্বীকৃতি লাভ করে এটি। অনলাইনে দারুণ জনপ্রিয়তা লাভ করে বিড়ালটি। স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে।

বর্তমানে টুইটারে ১৪ লাখ ২০ হাজার ফলোয়ার, ইনস্টাগ্রামে ২৪ লাখ ফলোয়ার এবং ফেসবুকে ৯০ লাখ লাইক রয়েছে বিড়ালটির। তার সেই জনপ্রিয়তার কারণে অনেক কোম্পানির থেকে বিজ্ঞাপনের মডেল হওয়ার প্রস্তাব পেতে থাকে। শেষ পর্যন্ত গ্রেনাডে বেভারেজ এলএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু গ্রেনাডে বেভারেজ কোম্পানি বিড়ালটির কিছু ছবি চুক্তির বাইরেও বিজ্ঞাপনে ব্যবহার করায় বেজায় চটে যান এর মালিক।

বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হন বিড়ালের মালিক বুনডেসেন। বিনা অনুমতিতে এবং চুক্তি বহির্ভূতভাবে ছবি ব্যবহার করার কপি রাইট মামলায় জিতে সাত লাখ ৭১ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছে বিড়ালটি। তবে এত বড় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় জিতে এত টাকা ক্ষতিপূরণ পাওয়ার পরও মুখে হাসি নেই বিড়ালটির। কোনো মন্তব্য পাওয়া যায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ পেয়েছে মাত্র।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিড়াল,কপিরাইট,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist