নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৮

গ্রামীণফোন ও বাংলালিংকের ১৫২ কোটি টাকার ভ্যাট

চতুর্থ প্রজন্ম মোবাইল সেবার (ফোর-জি) তরঙ্গ মূল্য বাবদ গ্রামীণফোন এবং বাংলালিংক জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১৫২ কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) উল্লেখিত অর্থ জমা দেন। এর আগে দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলালিংক ১৫২ কোটি টাকার ভ্যাট রাজস্ব বিটিআরসিকে প্রদান করে। বিটিআরসি গতকাল ১৫২ কোটি টাকার চেক এলটিইউতে হস্তান্তর করে।

এ বিষয়ে এলটিইউ’র (ভ্যাট) একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফোর-জি সেবা চালু হওয়ার আগেই মোবাইল কোম্পানিগুলো তরঙ্গ মূল্য বাবদ ভ্যাট পরিশোধ করার কথা থাকলেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করেনি। এজন্য আমরা ফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করি। এর প্রেক্ষিতে গ্রামীণফোন ও বাংলালিংক গতকাল প্রথম কিস্তির পাওনা ১৫২ কোটি টাকার ভ্যাট পরিশোধ করেছে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি চতুর্থ প্রজন্মের দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করার জন্য ৪টি মোবাইল ফোন অপারেটরকে ফোর-জি লাইসেন্স প্রদান করে বিটিআরসি। সেই হিসেবে ২০ ফেব্রুয়ারির আগেই ফোর-জি তরঙ্গ মূল্য বাবদ ১৬৯ কোটি টাকা ভ্যাট পরিশোধ করার কথা ছিল এনবিআরকে। এর মধ্যে গ্রামীণফোন ও বাংলালিংক গতকাল ভ্যাট পরিশোধ করলো।বাংলালিংক দুই হাজার ৫৫৮ কোটি টাকায় ১০ দশমিক ৬ মগাহার্স এবং গ্রামীণফোন এক হাজার ২৮৪ কোটি টাকায় ৫ মেগাহার্স তরঙ্গ ক্রয় করে।এর ওপর এনবিআরকে ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist