হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৭

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অর্ধেকের নিচে নেমে এসেছে। ভারতের মালদা পুলিশ কর্তৃপক্ষ সম্প্রতি ট্রাকে করে রফতানি পণ্য পরিবহনের সীমা বেঁধে দেওয়ায় ও অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করায় আমদানি কমেছে। এতে দেশের বাজারে তিন দিনের ব্যবধানে পাথরের দাম টনপ্রতি বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। এদিকে পাথর আমদানি কমে যাওয়ায় দেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে বাধাগ্রস্ত হবে বলে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে ভালো চাহিদা থাকার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ৪৫ থেকে ৫০ ট্রাক ছোট-বড় বিভিন্ন ধরনের পাথর আমদানি হতো। বর্তমানে বন্দর দিয়ে ৫ থেকে ১০ ট্রাক পাথর আমদানি হচ্ছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন-উর রশীদ হারুন প্রতিদিনের সংবাদকে জানান, মালদা পুলিশ কর্তৃপক্ষ ছয় চাকার ট্রাকে নয় টন, ১০ চাকার ট্রাকে ১৫ টন, ১২ চাকার ট্রাকে ২১ টন ও ১৪ চাকার ট্রাকে ২৫ টন পণ্য পরিবহনের নির্দেশনা দিয়েছে। এ কারণে ভারত থেকে পাথর আমদানি কমে এসেছে। এতে পণ্য পরিবহনে খরচ বেড়ে গেছে। বিষয়টির সমাধান না হলে বন্দর দিয়ে পাথর আমদানি আরো কমে যাবে বলে আশঙ্কা করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist