নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৭

সংলাপের সূচনা বক্তব্যে সিইসি

দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা বলেছেন, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। গতকাল বুধবার রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নয় মিনিটের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। তবে দলের সভাপতিম-লীর সদস্য ও জন-প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর অসুস্থার কারণে দেশে না থাকায় সংলাপে অংশ নেননি। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। তার নেতৃত্বেই বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হয়েছে। তার নেতৃত্বাধীন সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। দলটির ইতিহাস, অর্জন তুলে ধরেন সিইসি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলককাজের প্রশংসা করেন।

মো. নুরুল হুদা বলেন, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, অবকাঠামো উন্নয়ন করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, পরিবেশ সংরক্ষণসহ বিশ্ব ধরিত্রীর মুকুট আজ প্রধানমন্ত্রীর মাথায়। তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কূটনৈতিক সমাধান অর্জনে বিশ্বমাতৃকার আসনে সমাসীন প্রধানমন্ত্রী। সিইসি বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা উল্লেখ করে তাঁর রাজনৈতিক সংগ্রাম, দল গঠন, দেশের স্বাধীনতা অর্জন, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার গঠনসহ তাঁর সার্বিক উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নিবেদিত নেতার নেতৃত্বে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ৬৬টির ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ-আন্দোলন, যা ছাত্র আন্দোল হিসেবে আমরা জানি; তখনকার সফল নেতারা এখানে রয়েছেন। ৭০-এর জাতীয় সংসদ নির্বাচনসহ বহু অর্জন, বহুমুখী, গণমুখী সব আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বের ফসল।’

সিইসি বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনে, বঙ্গবন্ধুর আহ্বানে, আওয়ামী লীগের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর হুকুমে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের অনেকের অনুপ্রেরণায়, নির্দেশে, পরিচালনায় আমরা তরুণ সন্তান বুকে গ্রেনেড ও কাঁধে অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। ঐতিহাসিক সব সফল আন্দোলন আওয়ামী লীগের হাত ধরে এসেছে।’

সিইসি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে পুনর্গঠনের দায়িত্ব কাঁধে নেন। এক বছরের কম সময়ের মধ্যে দেশকে একটি সংবিধান উপহার দেন; কূটনৈতিক সাফল্যে বহু দেশের আনুকূল্য, সমর্থন অর্জন করেন। নির্বাচন কমিশন গঠন করেন, ১৯৭৩ সালে জাতিকে প্রথম সংসদ নির্বাচন উপহার দেন এবং স্বাধীন দেশে প্রথম সংসদীয় সরকার গঠন করেন এবং প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বঙ্গবন্ধুর সময়ে ১৯৭৪ সালে বাংলাদেশ রেকর্ড পরিমাণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতির জীবনে ‘কালো অধ্যায়ের’ সূচনা হয়। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগকে যে কঠিন সময় পার হতে হয়েছে, সে কথাও সিইসি তার সূচনা বক্তব্যে তুলে ধরেন। জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন। একই বছর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। বহু বাধাবিপত্তি, প্রতিকূলতা, ভয়ংকর সব পরিস্থিতির মধ্য দিয়ে দলকে সুদৃঢ় অবস্থানে নিয়ে আসেন তিনি। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে মুসলিম বিশ্বের প্রথম নারী বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, সে কথাও তুলে ধরেন সিইসি। এর আগে গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সিইসি দলটির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারপারসনের প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist