নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে তার অফিসকক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। শিক্ষা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অলিউল্লাহ আজমতগীর এবং মহাসচিব সাহেদুল খবির চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে শিক্ষক নেতারা শিক্ষা ক্যাডারে পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর এবং সর্বোচ্চ সংখ্যক পদোন্নতি নিশ্চিত করার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, অনেক শিক্ষক যথাসময়ে পদোন্নতি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত এবং সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। তারা ব্যাচভিত্তিক ও সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতির দাবি জানান।

তারা বলেন, অনেক কলেজ সরকারি হলেও দীর্ঘদিন ধরে কোনো পদ সৃষ্টি হয়নি। তাই নতুন পদ সৃষ্টি করে জনবল ঘাটতি পূরণের আহ্বান জানান তারা।

এ সময় নেতারা বলেন, প্রচলিত প্যাটার্ন মোতাবেক ১২০০ অধ্যাপকসহ ১২ হাজার পদ সৃষ্টির প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

এ বিষয়ে তারা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষামন্ত্রী যথাসম্ভব সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিপুলসংখ্যক কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। কিন্তু সেই তুলনায় কলেজগুলোতে শিক্ষকের পদসংখ্যা বাড়েনি। প্রয়োজনের তুলনায় পদসংখ্যা অনেক কম। তাই আরো শিক্ষকের পদ সৃষ্টি করা জরুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist