চট্টগ্রাম ব্যুরো

  ১১ আগস্ট, ২০২০

কোতোয়ালিতে চসিকের উচ্ছেদ অভিযান

নগরীর কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। এ সময় রেয়াজউদ্দিন বাজার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচ থেকে অবৈধ দোকানসহ আশপাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ফুটপাত ও ফুট ওভারব্রিজের নিচের অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে নগরীর দেওয়ানহাট সিটি করপোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সের অভ্যন্তরীণ করিডোর থেকে দোকানের মালামাল অপসারণ করা হয় এবং লোকজন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close