প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জুলাই, ২০২০

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি গতকাল শুক্রবার ‘ভিয়েত জেট এয়ারলাইন্সের’ একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। বৈশি^ক করোনা (কোভিড-১৯) মহামারির কারণে এসব বাংলাদেশি ভিয়েতনামে আটকে পড়েছিলেন। এদের মধ্যে দুজন ভিয়েতনামে কর্মরত ছিলেন এবং বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকরির প্রতারণার শিকার।

গতকাল শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. আলী মহসীন রেজা এটি পাঠিয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়।

হ্যানয়ে’তে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের কর্মকর্তারা প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতার পাশাপাশি সেখানকার বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close