সংসদ প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০২০

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসার জানাজা সম্পন্ন

রংপুরের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শুক্রবার রংপুরের হারাগাছ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। তার লাশ সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। জানাজার আগে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজা শেষে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমানও বিএনপির কেন্দ্রীয় নেতারা মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে লাশ রংপুরে পাঠানো হয়।

শিল্পপতি রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৯ সালে তিনি একবারই সংসদ সদস্য নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close