নিজস্ব প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৯

‘প্রত্যেকেই নারীর প্রতি সহিংসতা বন্ধে ভূমিকা রাখতে পারে’

‘সৃষ্টিকর্তার কাছে সবাই সমান, সহিংসতাকে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এক পদযাত্রায় নারী নেতারা বলেছেন, ‘সমাজের প্রত্যেকেই নিজস্ব অর্থপূর্ণ কাজের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তাহলেই নারী জাগরণের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।’

গতকাল শুক্রবার ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে গুলশান-১ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রা উদ্বোধন করেন- সংসদ সদস্য শবনম জাহান। এ সময় অপরাজিতা হক এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এমপি, কে এম আবদুস সালাম, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ড. আবুল হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া সারোয়ার ডেইজি প্রমুখ উপস্থিত ছিলেন।

গুলশান-১ থেকে শুরু হয়ে পদযাত্রাটি গুলশান-২ লেক পার্কে এস শেষ হয়। উক্ত পদযাত্রায় জাতিসংঘ, বিদেশি দূতাবাস, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফ। শবনম জাহান বলেন, ‘সমাজের প্রত্যেকেই নিজস্ব অর্থপূর্ণ কাজের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতার কাজটি করতে হবে, তাহলেই নারী জাগরণের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।’

অপরাজিতা হক বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশ সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রমগুলোকে আরো জোরদার করতে পারে।’ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, ‘জেন্ডার সহিংসতা রোধে এ ধরনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই কেবল যেকোনো ধরনের সহিংসতা নিরসন সম্ভব।’ ইসলামিক রিলিফ বাংলাদেশের ন্যায় প্রতিটি বেসরকারি সংস্থা জেন্ডার ন্যায্যতা আনয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কে এম আবদুস সালাম। আয়োজকরা জানান, কোরআন-সুন্নাহর বর্ণিত মানবাধিকারবিষয়ক বিষয়গুলোকে সমন্বয় করে ইসলামিক রিলিফ জেন্ডার ন্যায্যতাবিষয়ক একটি ঘোষণাপত্র তৈরি করেছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা এটিকে সমর্থন করেছে। শিগগিরই ঘোষণাপত্রটি বাংলাদেশেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ঘোষণাপত্রটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ইসলামিক রিলিফ এ পদযাত্রার আয়োজন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close