জাবি প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০১৯

জাবিতে ধর্মঘটে ‘স্থবির’ প্রশাসনিক কার্যক্রম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার পূর্বঘোষিত ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অনেকটাই ‘স্থবির’ ছিল। এ ছাড়া বেশ কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। আজ মঙ্গলবারও ধর্মঘট পালন করবেন আন্দোলনকারীরা।

এ ধর্মঘটের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন ও পুরোনো প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে কোনো কর্মকর্তা-কর্মচারী ভবন দুটিতে প্রবেশ করতে পারেনি। এ ছাড়া সকালে কয়েকটি একাডেমিক ভবনে অবস্থান নিয়ে প্রবেশ ফটক আটকে রাখেন তারা। তবে আন্দোলনকারীদের বাধার মুখেও কিছু বিভাগের পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সর্বাত্মক ধর্মঘট শেষে বিকালে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবস্থান নেন। মহাসড়কটি কিছুক্ষণ অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘উপাচার্যের কারণেই আজকের এই অচলাবস্থা।’ অন্যদিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক ধর্মঘটে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা আন্দোলনকারীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close