নিজস্ব প্রতিবেদক

  ২৮ অক্টোবর, ২০১৯

বিমল বিশ্বাস ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কার

ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও দলটির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাসকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বিমল বিশ্বাস তার প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিলেও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় বিমল বিশ্বাসকে বহিষ্কার করা হয়। গত ২২ অক্টোবর বিমল বিশ্বাস তার প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে পার্টির কাছে চিঠি পাঠান। কিন্তু গত শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় বিমল বিশ্বাসকে বহিষ্কার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান বলেন, বিমল বিশ্বাস তার সদস্যপদ প্রত্যাহারের জন্য পার্টির কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে কিছু বক্তব্য উপস্থাপন করেছেন। সেটা অপ্রাসঙ্গিক ও অসংগতিপূর্ণ। তাই কেন্দ্রীয় কমিটির আলোচনার পর তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এ সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরোর সদস্য নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক ও ইকবাল কবির জাহিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close