কলকাতা প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৯

ডেলিভারি বয় মুসলিম, তাই খাবার ফেরত

ঘরে বসে খাবার বা হোম ডেলিভারি অ্যাপ জোম্যাটোর পর এবার স্যুইগি। ডেলিভারি বয় মুসলিম হওয়ায় স্যুইগিতে অর্ডার দেওয়া খাবার ফেরত দিয়েছেন হায়দরাবাদের এক হিন্দু গ্রাহক। এ নিয়ে অজয় কুমার নামে ওই গ্রাহকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে স্যুইগি।

হায়দারাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রাহকের বিরুদ্ধে খাবার ফেরত দেওয়ার অভিযোগ এসেছে। এ নিয়ে খুব শিগগিরই একটি এফআইআর করা হবে। হোম ডেলিভারি অ্যাপ স্যুইগির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রাহকদের অর্ডার স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি এক্সিকিউটিভের কাছে চলে যায়। যে ডেলিভারি এক্সিকিউটিভ গ্রাহকের সবচেয়ে কাছে থাকেন, তার কাছেই ওই অর্ডার গিয়ে থাকে। এ নিয়ে কারো অর্ডার বেছে নেওয়ার জায়গা থাকে না। গ্রাহকদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। এদিকে, খবর অজয় কুমার নামে ওই গ্রাহক অর্ডার করেছিলেন চিকেন-৬৫। অর্ডার করার সময় একজন হিন্দু ডেলিভারি বয় পাঠানোর অনুরোধ জানান। কিন্তু খাবার পাঠানো হয় মুদাসির সুলেমান নামে এক ডেলিভারি বয়ের হাতে। তারপরই অর্ডার দেওয়া খাবার ফেরত দিয়েছেন অজয় কুমার। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close