নিজস্ব প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রীর নির্দেশনা

মান ভালো না হলে ঠিকাদারকে আর কাজ নয়

যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারে না কিংবা কাজের মান ভালো নয়, তাদের আর কোনো সরকারি কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত ঠিকাদার জি কে শামীমের কোম্পানির মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে গতিহীনতা এবং মান নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে সরকার প্রধানের এই নির্দেশ এলো। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যথাযথ মানসম্পন্ন প্রকল্প বুঝে নিতে প্রকল্প পরিচালকদের নির্দেশনাও দেওয়া হয় ওই চিঠিতে।

গত মাসে গ্রেফতার জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। গণপূর্ত অধিদফতরের প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাজ ছিল তার হাতে। তার হাতে থাকা ৫৩ প্রকল্পের মধ্যে ২৫টির কাজই সময়মতো শেষ হয়নি। এর মধ্যে শূন্য অগ্রগতির প্রকল্পও রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close