নিজস্ব প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

পার্লামেন্টারি কনফারেন্সে যাচ্ছে ৭ সদস্যের সংসদীয় দল

৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশের সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ছাড়ছে আজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন তারা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে কাজাখস্তানের আস্তানায় এবং পরে উগান্ডার কাম্পালায় অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণ করবে। প্রতিনিধিদলের মধ্যে আছেন দলের হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. আবু জাহির এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। প্রতিনিধিদল ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কাজাখস্তানের আস্তানায় ঞযব ৪ঃয গববঃরহম ড়ভ ঝঢ়বধশবৎং ড়ভ ঃযব ঊঁৎধংরধহ ঈড়ঁহঃৎরবং’ চধৎষরধসবহঃ অংশ নেবে।

পরে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উগান্ডার কাম্পালায় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নেবেন তারা। কনফারেন্স শেষে সংসদীয় প্রতিনিধিদল ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close