কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৯

‘ডিসেম্বরের মধ্যেই সারা দেশে শতভাগ বিদ্যুৎ’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে। বর্তমানে দেশে ৯৪ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে।

গতকাল শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। প্রিপেইড মিটারে দেশের লাভ; ফলে জনগণেরও লাভ শতভাগ। প্রিপেইড মিটার চালু হলে বিদ্যুতের ভৌতিক বিলের যে অভিযোগ আমরা মাঝে মাঝে পাই, তা আর হবে না। ভবিষ্যতে আমরা গ্যাসলাইনেও প্রিপেইড মিটার স্থাপন করব।’

আসরারুল হাসান আসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহামুদ আলম, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, প্রবীণ সাংবাদিক কালিম সান্টু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, হাজী রাসেল মেম্বার, আলী হাসান উজ্জ্বল, আলো মেম্বার, মনোয়ারা মেম্বার, কামাল আলী মেম্বার, দেলোয়ার হোসেন দিলু মেম্বার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close