প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ জুলাই, ২০১৯

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

যশোরে দুই জুটমিল শ্রমিক কোটালীপাড়ায় ডিশ ব্যবসায়ী

যশোরে বিদ্যুতায়িত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা শহরতলি ঝুমঝুমপুরে আহাদ জুটমিলে ঢালাই কারখানার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একই কারণে রাধিকা মল্লিক (৫০) নামে এক ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার পীরারবাড়ী এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

যশোর : যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মতিয়ার রহমান (৪৮) এবং সুলতানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে কবির গাজী (৩৫) বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। জুটমিলের ইউনিট ম্যানেজার কামরুজ্জামান বলেন, সকালে শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গরমের কারণে মতিয়ার রহমান সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গিয়ে কবির গাজীও বিদ্যুতায়িত হন। পরে অন্য শ্রমিকরা উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বলেন, হাসপাতালে আনার আগেরই তাদের মৃত্যু হয়েছে।

কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিহত রাধিকা মল্লিক পীরারবাড়ী গ্রামের রথিকান্ত মল্লিকের ছেলে। তিনি পীরারবাড়ী এলাকায় ডিশ ব্যবসা করেন। ডিশ লাইনে সমস্যা দেখা দেওয়ায় তিনি নিজেই লাইন ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি শেখ লুৎফর রহমান এ খবর নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close