কলকাতা প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৯

শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন, মমতার আপত্তি

উত্তরপ্রদেশে মোঘলসরাই স্টেশনের নামে দিনদয়াল উপাধ্যায় করার পর এবার পশ্চিমবঙ্গের বর্ধমান ও শিয়ালদহ রেলস্টেশনের নাম বদলের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্ধমান স্টেশনের নাম বটুকেশ্বর দত্তের নামে করার প্রস্তাব এবং শিয়ালদহ স্টেশনের নামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার সুপারিশ। অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যের নাম পরিবর্তন আপাতত ঠা-াঘরে পাঠিয়ে, সেই রাজ্যের দুটো স্টেশনের নাম পরিবর্তনে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেন্দ্র রাজ্যের কোনো স্টেশনের নাম পরিবর্তন করতে চায়, তাহলে তাতে রাজ্যের সম্মতিও প্রয়োজন। রাজ্যই, নাম পরিবর্তনের ছাড়পত্র দেয়। এর আগে, বিপ্লবী বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পাটনায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় প্রস্তাব দিয়েছিলেন, যে বর্ধমান স্টেশনের নাম বদলে বটুকেশ্বর দত্ত করা হোক। প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল বিপ্লবীর পরিবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে বর্ধমান স্টেশনের নাম বটুকেশ্বর দত্তের নামে করবে। সব প্রক্রিয়া শেষ করা হবে। এ বিষয়ে বিপ্লবী বটুকেশ্বর দত্তের মেয়ে ভারতি দত্ত বাগচি বলেন, তার খুব ভালো লাগছে বিপ্লবী বটুকেশ্বরকে সবাই মনে রেখেছে। বিপ্লবী বটুকেশ্বর দত্তের আত্মা শান্তি পাবে।

তবে নাম পরিবর্তন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়ে গেছে। এর পেছনে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। নিত্যযাত্রীদের একাংশের মত, মনীষীদের নামে স্টেশনের নাম পরিবর্তন করে দিলেই কি, তাদের প্রতি সম্মান দেখানো হয়? নাকি এর পেছনেও রয়েছে কোনো রাজনৈতিক চিন্তা-ভাবনা। এর আগে, কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে দেশেরও একাধিক স্টেশনের নাম, তাও পশ্চিমবঙ্গের আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন সে সময়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close