শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০১৯

চাঁপাইয়ে অস্ত্রধারী সেই যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজরুল খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রামদা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেফতার আজরুল শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়ার ফাইজুদ্দিন খানের ছেলে।

জানা গেছে, গত ১ জুলাই শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে শাহজাহান আলী সাজা নামে এক ব্যক্তিকে হাঁসুয়া নিয়ে ধাওয়া করেন আজরুল। পরে বৃহস্পতিবার রাতে রাতে ফেসবুকে সেই ছবি প্রকাশের পর শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী শাহজাহান আলী সাজা জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে তার বাবা হেদায়েত আলী শেখের সঙ্গে একই এলাকার আজরুল খানের বিরোধ চলে আসছিল। এরই জেরে শাহজাহান আলী সাজা শিবগঞ্জ পৌরসভায় একটি অভিযোগ দিলে পৌর সালিস বোর্ড গত ১ জুলাই উভয়পক্ষকে লিখিতভাবে সালিসে হাজির হওয়ার নির্দেশ দেয়। আদেশটি পাওয়ার পর আজরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যদের ধাওয়া করেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ এবং ৩ জুলাই জিডি করেন। এরপরও শিবগঞ্জ থানা কোনো ব্যবস্থা নেয়নি। অবস্থা বেগতিক দেখে তিনি ৪ জুলাই রাতে সেই দিনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারকে ট্যাগ করে ফেসবুকে আপলোড করেন।

ফুটেজ আপলোডের পরদিন শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আজরুলকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার এসআই সিরাজ জানান, শাহজাহান আলী সাজার লিখিত কোনো অভিযোগ তিনি পাননি এবং ঘটনার দিন ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় গ্রেফতার করতে পারেননি তিনি। থানায় জিডি করার পর পুলিশ দেশীয় অস্ত্র বহনের দায়ে আজরুলকে শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, তিনি প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রমের একটি ছবি ফেসবুকে দেখে স্বতঃপ্রণোদিত হয়ে অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি তার জানা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close