নিজস্ব প্রতিবেদক

  ২২ মে, ২০১৯

বিএনপি প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম। তিনি জানান, আগামী ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। ওইদিন প্রার্থিতা প্রত্যাহার না করলে তিনিই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

ইসির কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুুযায়ী আগামী ১৬ জুন এ পদে ভোট হওয়ার কথা রয়েছে। একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হবে না। এর মধ্য দিয়ে সংরক্ষিত ৫০টি নারী আসনের সবই পূর্ণ হতে যাচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন প্রাপ্য হয়। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় এত দিন প্রাপ্য সংরক্ষিত আসনটি শূন্য ছিল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন রুমিন ফারহানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close