চট্টগ্রাম ব্যুরো

  ২১ এপ্রিল, ২০১৯

সব সমস্যার সমাধান করতে চাই : শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা খাতের সমস্যা সমাধানে ভাষণ-সেøাগান নয়, কাজের মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে চাই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শনিবার স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী আয়োজিত ‘শিক্ষায় চট্টগ্রাম : একগুচ্ছ প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতসহ প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু সমস্যাও রয়েছে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের যে রাজনীতির ধারাÑ সেখানে আমরা ভাষণ আর সেøাগানেই সীমাবদ্ধ থাকি। তবে নাগরিকের সমস্যা সমাধানের জন্য ভাষণ-স্লোগান নয়, নীতিনির্ধারণী আলোচনা প্রয়োজন। বৃহত্তর চট্টগ্রামে শিক্ষার পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারিÑ আমরা এখনো পিছিয়ে আছি। অনেকে চট্টগ্রাম বৈষম্য এবং বঞ্চনার শিকার বলে অভিযোগ করেছেন। তবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে। ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ‘বিতর্কিত’ প্রশ্নপত্র প্রণয়ন প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এ রকম ভুল আর হবে না, সেটা বলছি না।

ভুলের পেছনে কোনো কারণ আছে কি না তা দেখা হবে। আপাতত মনে হচ্ছে, এর পেছনে কিছু নেই। তার ব্যাখ্যাটা পরিপূর্ণ। তারপরও খতিয়ে দেখা হবে। চেষ্টা করছি যেন এ রকম ভুল কেউ না করে। এটি স্কুলপর্যায়ের প্রশ্নপত্র। আমাদের লাখ লাখ স্কুল, মনিটরিং করা খুব কঠিন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close