চট্টগ্রাম ব্যুরো

  ০৬ মার্চ, ২০১৯

চিকিৎসাধীন হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক হাজতি। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলী আজম (৩১) নামে ওই হাজতির মৃত্যু হয়।

এর আগে সকালে তাকে কারা হাসপাতাল থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন। তিনি বলেন, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তিনি সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে। সাড়ে তিন বছর ধরে তিনি কারাগারে আটক ছিলেন বলে জানিয়েছেন জেল সুপার।

তিনি বলেন, ‘সীতাকুন্ড থানার একটি হত্যা মামলায় ২০১৫ সালের ৮ অক্টোবর থেকে আলী আজম কারাগারে ছিলেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় কারা হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যু সনদে চিকিৎসক আলী আজমের মৃত্যুর কারণ হিসেবে ‘জেনারেল উইকনেস উইথ হাইপারটেনশন’ উল্লেখ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close