বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ৩১ জানুয়ারি, ২০১৯

তানোরে অজ্ঞাত রোগে ৪ জনের মৃত্যু

আতঙ্কে অসুস্থ হয়ে ১২ জন হাসপাতালে

রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে দুই দিনে অজ্ঞাত রোগে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ খবরে আতঙ্কিত হয়ে ওই এলাকার ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাউসার আলী, মেহেরজান বিবিসহ ১২ জন। গত মঙ্গলবার দুপুরে তাদের পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গত রোববার সকালে এক ঘণ্টার ব্যবধানে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন এলাকায় শিশুসহ তিনজন মারা যান। তারা হলেন আলী (৪৫), নুরি বিবি (৬৫) ও চার দিন বয়সি শিশু রুবেল। এর পরের দিন সোমবার সকালে একই গ্রামের সমশের আলী (৭০) মারা গেলে ওই গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় চিকিৎসকরা বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে আশ্বস্ত করার চেষ্টা করলেও গ্রামবাসী তা মেনে নিচ্ছে না। যে কারণেই ওই গ্রামবাসীর মধ্যে এখনো অজানা রোগ আতঙ্ক কাটছে না।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেহেরজান বিবির ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘সর্দি-জ্বরে দুই দিনে গ্রামের চারজন মারা যাওয়ার পর থেকেই সবার মধ্যে ভয় আর আতঙ্ক দেখা দিয়েছে। হঠাৎ জ্বর হলে একই আতঙ্কে আমার মা অসুস্থ হয়ে পড়েন। যে কারণেই মেডিকেলে ভর্তি করেছি।’

বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘দুই দিনে একই গ্রামের চারজনের মৃত্যুর খবরে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। সামান্য জ্বর বা সর্দি-কাশি হলেই মৃত্যু আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে। ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর লতিফ বলেন, ‘একসঙ্গে চারজন মারা যাওয়ায় গ্রামের মানুষের মধ্যে মৃত্যুভয় ঢুকে গেছে। বিষয়টিকে অনেকেই বলছেন জিনের আছর, কেউ বলছেন অজ্ঞাত রোগ। এ ঘটনার পর থেকে সন্ধ্যা লাগার সঙ্গে লোকজন বাড়ির বাইরে থাকছে না। দিনের বেলাতেও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে মেডিকেল টিম আতঙ্কিত না হওয়ার জন্য এলাকায় পরামর্শ দেওয়াতে কিছুটা ভয় কমতে শুরু করেছে।’

এ বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (টিএইচও) ডা. রোজিয়ারা বেগম বলেন, ‘এ ঘটনায় আমিসহ চারজনের একটি টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছ থেকে মৃত্যুর বিবরণ শুনেছি। পরে নিশ্চিত হয়েছি এটি অজ্ঞাত কোনো রোগে নয়, স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হয়েছে। যে কারণেই গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে এসেছি। তারপরও তাদের মধ্যে অজ্ঞাত রোগ আতঙ্ক কাটছে না। তবে কয়েক দিন অতিবাহিত হলেই এ আতঙ্ক কেটে যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close