কক্সবাজার প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০১৯

কক্সবাজারে শীর্ষ মাদক কারবারি আটক

কক্সবাজারে তিন মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি কেরামত আলীকে আটক করা হয়েছে। সে শহরের পশ্চিম বাহারছড়ার মৃত ফজল করিমের ছেলে। গত রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুমেন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধ মাদক কারবারিরা বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৭ জানুয়ারি তিন মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় শীর্ষ মাদক কারবারি কেরামত আলীকে ছয় বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়, অভিযানকালে এলাকার শীর্ষ ইয়াবা কারবারি কাজল, মো. আলী ও তার অভিযানে ধৃত কেরামত আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজল ও মো. আলীসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close