ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ৫টিতেই জয়ী আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৫টি আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম ৪০ হাজার ৩৭০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। সংগ্রাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ৬০ হাজার ৭৪০ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রে আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন ৩,৯৩,৫২৩ ভোট। আর বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল পেয়েছেন ৪৬,০৭৭ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১৮টি কেন্দ্রের সবকটির ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম পেয়েছেন ২৮৯৪ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগের মো. এবাদুল করিম বুলবুল ২,৫০,৫২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বিএনপির নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭,০২১ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগের ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম পেয়েছেন ২,০০০৭৮ পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল খালেক পেয়েছেন ১৩২৯ ভোট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close