নিজস্ব প্রতিবেদক

  ২২ ডিসেম্বর, ২০১৮

পরামর্শ সভায় বক্তারা

বয়ঃসন্ধিকাল নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান বাড়াতে হবে

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা বলেছেন, একটি মেয়ের জীবনে বয়ঃসন্ধিকাল অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ তা উপেক্ষিতই রয়ে গেছে। তাই সচেতনতা বাড়াতে বিষয়টি জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও এমএইচ প্ল্যাটফরম আয়োজিত এক পরামর্শ সভায় তারা এ কথা বলেন।

বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বক্তৃতা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ সৈয়দ মাহফুজ আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) পরিচালক প্রফেসর সৈয়দা তাহমিনা আখতার, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর কানিজ সৈয়দা বিনতে সাবাহ, অ্যাম্বাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মাশফিকা জামান সাটিয়ার, ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন, ইউবিআর অ্যালায়েন্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমীন ফায়াদ উবায়েদ, সিমাভির প্রোগ্রাম ম্যানেজার মাহবুবা কুমকুম প্রমুখ। সভায় পৃথক দুটি প্রবন্ধ উত্থাপন করেন আইসিসিডিআরবির গবেষক ড. টিশান মাহফুজ ও বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী। সভায় উত্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, মাধ্যমিক স্কুল পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘শারীরিক শিক্ষা’ এবং ‘স্বাস্থ্য ও গার্হস্থ্য বিজ্ঞান’ বইয়ে বয়ঃসন্ধিকাল, ঋতুস্রাব, যৌন ও প্রজনন স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো থাকলেও সেখানে তথ্যের অপর্যাপ্ততা ও যুক্তিসিদ্ধ বিন্যাসের ঘাটতি রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close