প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ ডিসেম্বর, ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, গোপালঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (৪৫) নামের এক স-মিল শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহত আরিফ উপজেলার মুচারিয়া পাথার এলাকার সাকাসর মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নজরুল ইসলামের স-মিলে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে আরিফ সিএনজিযোগে টাঙ্গাইল থেকে সখীপুর আসার পথে নলুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ বাধে। পরে গুরুতর আহত অবস্থায় আরিফকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় সাত্তার শেখ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের উপজেলার সুইজগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা পেঁয়াজবোঝাই ট্রাক মাদারীপুর যাওয়ার পথে স্লুইচগেট উল্টে যায়। এ সময় ট্রাকের চাপায় ভ্যানচালক সাত্তার শেখ ঘটনাস্থলেই নিহত হন। সাত্তার শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর মৃত কালু শেখের ছেলে।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মুনির মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মুনির সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের নূরু মিয়ার ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close