এস এইচ এম তরিকুল, রাজশাহী

  ১৩ ডিসেম্বর, ২০১৮

‘বিএনপি প্রার্থী চাঁদকে মামলায় হেনস্তা’

কারাগার থেকে মুক্তি মিলছে না একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী আবু সাঈদ চাঁদের। জামিনে মুক্তি হওয়ার পরপরই নতুন মামলায় আটক দেখানো হয় তাকে। চাঁদের বিরুদ্ধে ২১টি মামলার মধ্যে ১৯টিতেই জামিনে আছেন এমন তথ্য নিশ্চিত করে তার আইনজীবী জহুরুল আলম বলেন, একটি মামলায় জামিন পেয়ে যখন তিনি (চাঁদ) জেল থেকে বের হবেন, ঠিক তখনই আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি মামলার চাপে হেনস্তা হচ্ছেন। গত রোববার তাকে বাগমারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাজনৈতিকভাবে প্রতিহত করতে চাঁদকে গ্রেফতার দেখানো হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান এমপি ও সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রতিদিনের সংবাদকে বলেন, ‘দলীয়ভাবে তার বিরুদ্ধে আমরা কোনো মামলা করিনি। তবে সে একজন চিহ্নিত সন্ত্রাসী, এটা সবাই জানে।’

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে। রাজনৈতিকভাবে প্রতিহত করতে চাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কথাটি সত্য নয়।’

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘আবু সাঈদ চাঁদ আমার থানায় কোনো মামলার এজাহারনামীয় আসামি নন। তবে তদন্তে সন্দিগ্ধ হিসেবে নাম আসায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ রাজনৈতিকভাবে প্রতিহত করতে চাঁদের বিরুদ্ধে বাগমারা থানার এক নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এজাহারে নাম না থাকলেও তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে যদি কোনো ব্যক্তির জড়িতের অভিযোগ পায়, তাহলে অবশ্যই আসামি করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close