নিজস্ব প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০১৮

আশুলিয়ায় দগ্ধ পরিবারের আরেকজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় অগ্নিদগ্ধ পরিবারের আরেক সদস্য হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই পরিবারের সদস্যদের মধ্যে আবদুর রব (২৮) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল। আবদুর রবের পরিবার আশুলিয়ার জামগড়া এলাকার মানিকগঞ্জ পাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে থাকতেন। গত ২ নভেম্বরে ভোরে রান্নাঘরে জমা গ্যাস থেকে ওই বাসায় আগুন লেগে রবসহ পাঁচজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। তাদের মধ্যে রবের মা হাসিনা বেগম গত রোববার ভোরে মারা যান। আর রবের বাবা আরব আলী মারা যান গত সোমবার রাতে। রবের স্ত্রী রিপা আক্তার এবং তাদের দুই বছরের মেয়ে আয়েশা আক্তার এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে রিপার শরীরের ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close