নিজস্ব প্রতিবেদক

  ২৪ অক্টোবর, ২০১৮

অবৈধ গ্যাস সংযোগ

ফুড প্যালেস রেস্তোরাঁকে ৯ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেওয়ার অভিযোগে রাজধানীর বাড্ডার ‘ফুড প্যালেস’ রেস্টুরেন্টকে ৯ লাখ টাকা জরিমানা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি হটলাইন ‘১০৬’ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের একটি টিম অভিযানে অংশ নেয়।

ড় ১ এ ছাড়া তিতাসের ভিজিল্যান্স উত্তর বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদ হোসেন ও সহকারী প্রকৌশলী মো. নুরুন্নবী মোস্তফা কামাল অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে দুদক কর্মকর্তারা শাহজাদপুর বাসস্ট্যান্ডের পাশে ফুড প্যালেস রেস্টুরেন্টে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে ১২টি চুলা জ্বালানোর বিষয়টি হাতেনাতে ধরেন। দীর্ঘদিন ধরে তারা এ অবৈধ কাজটি করছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, তিতাস গ্যাস কোম্পানির জোন-৮ (বাড্ডা শিল্প বাণিজ্য) এর আওতাধীন উক্ত রেস্টুরেন্টে প্রতি ঘণ্টায় ৪৯৫ ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছে, যার মাসিক মূল্য গড়ে ৭০-৮০ হাজার টাকা। এভাবে রেস্টুরেন্টটিতে বিগত দুই বছরে লাখ লাখ টাকার গ্যাস চুরি হয়েছে বলে অভিযানে জানানো হয়।

তিতাস গ্যাসের দুর্নীতিবাজ এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এ দুর্নীতি ঘটছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। উক্ত এলাকায় আরো কিছু প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ গ্যাস চুরি হচ্ছে, দুদক টিমের অভিযানে আরো কিছু ঘটনা উদঘাটিত হয়। অভিযানে ফুড প্যালেস রেস্টুরেন্টের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া দুদক টিমের উপস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উক্ত প্রতিষ্ঠানকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, গ্যাস সম্পদ চুরি অর্থনৈতিক অপরাধ। তিতাসের নিয়মিত ভিজিল্যান্সের অভাবে এসব অপরাধ ঘটছে। যারা এসব অপরাধের সহযোগী, দুদক সেসব কর্মকর্তাদের ওপর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা নেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close