আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রের হামলায় সোমালিয়ায় ‘৬০ জঙ্গি নিহত’

সোমালিয়ায় একটি বিমান হামলায় আল শাবাবের অন্তত ৬০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শুক্রবার সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হারারদেরে এলাকায় হামলাটি চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। বিবিসি গতকাল এ খবর জানায়। ‘নিখুঁত’ ওই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীগুলোর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরো বলা হয়, ২০১৭ সালে আরেকটি বিমান হামলায় ১০০ জঙ্গি নিহত হওয়ার পর থেকে এবারের হামলাটিই গোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।

শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সোমালি ও আন্তর্জাতিক অংশীদারদের পাশে নিয়ে আল শাবাবকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ের সুবিধা নেওয়া, সেখানে অবস্থান করে নিজেদের সক্ষমতা বাড়ানো ও সোমালি লোকজনের ওপর হামলা করা থেকে বিরত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমালিয়ায় ড্রোন হামলাসহ দুই ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close