reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৮

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন আল্লামা মাসঊদ

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, দেশের আলেম-ওলামা দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে দেশে শান্তি ফিরে আসবে। গত বুধবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত আলেম-ওলামার পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

শাইখুল হাদিস আল্লামা মাসঊদ বলেন, তাবলিগ ইস্যুতে আমাদের পজেটিভ হতে হবে। সাধারণ মানুষ আর আলেম-ওলামার মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। তাবলিগের দুইপক্ষের সাথীদের সব পরিস্থিতিতে ইতিবাচক থাকার আহ্বান জানিয়ে শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম বলেন, আপনারা নিজেদের মধ্যকার দ্বন্দ্ব উসকে দেবেন না। মাওলানা সাদকে, মাওলানা আহমদ লাটকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনারা কার বিরুদ্ধে কথা বলছেন? দ্বন্দ্ব বাড়ে এমন কথা বন্ধ করতে হবে। বিরুদ্ধাচারণ নয়, ভালোবাসা ছড়িয়ে দিন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close