বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৯ আগস্ট, ২০১৮

সীমান্ত নিরাপত্তায় উন্নত প্রশিক্ষণ

বিএসএফ প্রতিনিধি দল যশোরে

সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের উন্নত প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন ২৬ সদস্যের ভারতীয় বিএসএফের একটি প্রতিনিধি দল, সেখানে রয়েছেন ১১ জন অফিসার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে আসেন। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ডার ফোর্স সিকিউরিটির ডিসি শ্রী রাভি ইয়াদাভ। চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা। এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিএসএফের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন। এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সেজন্য উভয় দেশের সীমান্ত রক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close