গাজীপুর প্রতিনিধি

  ২৯ আগস্ট, ২০১৮

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বিগত বছরে জেলায় পুলিশের কার্যক্রমের সমালোচনা করেন। তারা সদ্য যোগদান করা পুলিশ সুপারের কাছে নানামুখী প্রত্যাশার কথা ব্যক্ত করেন। পুলিশ সুপার শামসুন্নাহার জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের কথা ব্যক্ত করে বলেন, ‘জিরো টলারেন্সের ভিত্তিতে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং সন্ত্রাস নির্মূলের কাজ করা হবে। পুলিশের কোনো সদস্য অন্যায় বা জনগণকে হয়রানি করলে কোনো ছাড় দেওয়া হবে না।’ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, মো. আমিনুল ইসলাম, রুহুল আমীন, সাংবাদিক শরীফ আহমদ শামীম প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সভায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গোলাম সবুর, পংকজ দত্ত, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close