নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৮

রাজনৈতিক দলের আয়-ব্যয়

আওয়ামী লীগসহ সাত দলকে সময় দিল ইসি

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা না দিতে পারা দলগুলোকে আরো ১৫ কার্যদিবস সময় দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গত ৩১ জুলাই তারিখের মধ্যে আওয়ামী লীগসহ জমা না দেওয়া সাত দল এ সুযোগ পেয়েছে। গতকাল সোমবার ইসির উপসচিব আব্দুল হালিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ওই সাত দলকে পাঠানো হয়।

জানতে চাইলে আব্দুল হালিম বলেন, রাজনৈতিক দলগুলোর ২০১৭ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে ৩৯টি দলকে চিঠি দেওয়া হয়েছি। নির্দিষ্ট সময়ে ৩২টি দল তাদের আর্থিক লেনদেনের হিসাব জমা দেয়। আওয়ামী লীগসহ বাকি সাতট দল আমাদের কাছে সময় চায়। পরে কমিশন তাদের ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিল।

গতকাল থেকে তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হিসাব জমা দিতে হবে। যেসব দলকে হিসাব জমা দিতে সময় দেওয়া হয়েছে সেগুলো হচ্ছেÑ বাংলাদেশ আওয়ামী লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পাটি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ।

সর্বশেষ নিবন্ধন বাতিলের তালিকায় থাকা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে হিসাব চাওয়া হয়নি। আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল রয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist