নিউইয়র্ক প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৮

সিরাজুল আলম খান শিগগিরই দেশে ফিরছেন না

যুক্তিযুদ্ধে বিএলএফের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খান শিগগিরই দেশে ফিরছেন না।

পায়ের ব্যথার চিকিৎসা জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি এ পর্যন্ত তিনবার প্রাইভেট ক্লিনিকে পায়ের ব্যথার চিকিৎসা গ্রহণ করেছেন। গত মঙ্গলবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই আকস্মিক মস্তিষ্কে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাট স্ক্যানিংসহ রক্ত ও হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা অবস্থানের পর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist