বরিশাল প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৮

সিটি করপোরেশন নির্বাচন

যাচাই-বাছাইয়ে জাপার দুই মেয়র প্রার্থী বাদ

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং একই দলের বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনুর মনোনয়ন বাতিল করেছে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মজিবুর রহমান। গতকাল রোববার যাচাই-বাছাইয়ের প্রথম দিনে দুপুর ১২টায় বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে জাতীয় পাটি (এরশাদ) মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের দাখিল করা মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগ এনে প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া একই দলের বিদ্রোহী প্রার্থী জাতীয় পার্টি বরিশাল সদর উপজেলা সভাপতি বসির আহমেদ ঝুনুর মনোনয়নপত্রে তার সমর্থনকারীর স্বাক্ষর জাল থাকার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি আওয়ামী লীগসহ ৬ জনের মনোনয়নপত্র ঠিক আছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত ইকবাল হোসেন তাপস, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বসির আহমেদ ঝুনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল সভাপতি অ্যাড. এ কে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী মাওঃ ওবায়দুর রহমান মাহাবুব, খেলাফত মজলিস মনোনীত এ কে এম মাহাবুব আলম তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আজ সোমবার দ্বিতীয় দিনের যাচাই-বাছাই হবে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের। কাউন্সিলর পদে ১১৪ প্রার্থী ৩০টি ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্য তাদের মনোনয়নপত্র নির্বাচন কার্যালয়ে দাখিল করেছেন। বরিশাল সিটিতে ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist