সিলেট প্রতিনিধি

  ৩০ জুন, ২০১৮

সিলেটের নির্বাচনে ইসি ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান সুজনের

সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয়, তবে কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষ হবে না। এজন্য নির্বাচন কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সরকার ও প্রশাসনের আচরণও নিরপেক্ষ হতে হবে। আমরা আশা করি, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসন সবাই নিরপেক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাহায্য করবে।’

গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে সুজন, সিলেট জেলা শাখা আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সুজন, সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সিলেটের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৈঠকে সুজনের পক্ষ থেকে জানানো হয়, সিসিক নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ জুলাই মেয়র প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান করা হবে। ১১ জুলাই থেকে নির্বাচনের ২৮ জুলাই পর্যন্ত গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরে জারি গানের একটি টিম কাজ করবে, অন্তত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়েও পৃথক মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করবে সুজন।

এছাড়া সুজনের ৫০ জন ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক ভার্চুয়াল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে অ্যাকটিভ থাকবেন। ভার্চুয়াল মাধ্যমে অন্তত দুই লাখ ভোটারকে সচেতন করার চেষ্টা করবে সংগঠনটি। এদিকে, নির্বাচনকে সামনে রেখে মানববন্ধন ও পদযাত্রা করা এবং হলফনামা নিয়ে সুজন পোস্টার করবে বলে জানানো হয় বৈঠকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist