শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৬ মে, ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তি

গ্রেফতারের দাবিতে আ.লীগের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে আবদুল মালেক নামে এক সাংবাদিকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় আওয়াম লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ বাদী হয়ে শ্রীপুর থানায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন। গতকাল শুক্রবার বিকালে পৌরসভার চন্নাপাড়া এলাকার হাছেন আলীর ছেলে আবদুল মালেককে গ্রেফতারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী বিক্ষোভ করেন।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনের মামলার বিবরণে জানা যায়, ২০ মে রাতে ‘হৃদয়ে বাংলাদেশ’ নামক একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের একটি ছবিতে পোস্ট করা হয়। সেই ছবির নিচে আবদুল মালেক ‘সারা বিশে^র শ্রেষ্ঠ ডাইনি’ মন্তব্য করেন। পরে সেই মন্তব্যটি ভাইরাল হয়ে যায় এবং তার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান বলেন, মালেক আওয়ামী লীগে কিছু লোকের আশ্রয়ে থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করার সাহস দেখিয়েছে। কথিত দুয়েকজন নেতা দীর্ঘদিন ধরে তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং শ্রীপুর প্রেস ক্লাবের একাংশের সাধারণ সম্পাদক করে রেখেছে। এ ঘটনার পর নিজে রক্ষা পাওয়ার জন্য তড়িঘড়ি করে মালেককে ওই কমিটির সব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মালেকের এমন কটূক্তির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ করে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জের সভাপতিত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মালেককে গ্রেফতারে অভিযান চলছে।’ এ ব্যাপারে অভিযুক্ত আবদুল মালেক সাংবাদিকদের বলেন, তার ফেসবুক আইডি হ্যাক করে কে বা কারা সামাজিকভাবে হেয়প্রতিপন্নœ করতে গত কয়েক দিন ধরে বিভিন্ন ব্যক্তির পোস্টে বিতর্কিত মন্তব্য করে তাকে বেকায়দায় ফেলছে। বুধবার রাতে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist