চট্টগ্রাম ব্যুরো

  ১৬ এপ্রিল, ২০১৮

চীনে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ

নিহতের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর

চীনের পূর্ব উপকূলে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে তেলবাহী ট্যাংকারের বিস্ফোরণে নিহত দুই বাংলাদেশির একজনের পরিবারকে ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে মালিক প্রতিষ্ঠান।

বাংলাদেশের দুইজনের মধ্যে হারুণ চট্টগ্রামের ও সাজিব আলী মৃধা রাজবাড়ীর বাসিন্দা। এই কিস্তিতে হারুণের স্ত্রী ও সন্তানদের হাতে ৩ লাখ ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এর আগে এনআইটিসির পক্ষ থেকে হারুণের পরিবারকে ১ লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছিল।

গতকাল রোববার বিকালে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে শোকসভা করে নিহত হারুনুর রশিদের পরিবারের হাতে ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তির চেক তুলে দেন বিস্ফোরিত ট্যাংকারের মালিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি চীনের পূর্ব উপকূলে ১ লাখ ৩৬ হাজার টন তেল ইরান থেকে নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সিএফ ক্রিস্টাল নামের মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত পানামার পতাকাবাহী এমটি সানচি নামের তেলবাহী ট্যাংকার। দুর্ঘটনায় ৩০ ইরানি ও দুই বাংলাদেশি নাবিকসহ ৩২ জন নিহত হন। আইন অনুযায়ী নিহত বাংলাদেশি দুইজন ক্ষতিপূরণের আরো টাকা পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist