প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ মার্চ, ২০১৮

স্থানীয় সরকার ভোটে আ.লীগের জয়জয়কার

দেশের ১৩১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের ২ ওয়ার্ড এবং একটি উপজেলায় গত বৃহস্পতিবার ভোট হয়েছে। এই ভোটে অধিকাংশ স্থানেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল : একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত থাকায় এই ইউনিয়নের ফল ঘোষণা করা হয়নি। এ ছাড়া একটি পৌরসভায় আওয়ামী লীগ এবং সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের একজন, বিএনপির তিনজন, স্বতন্ত্র দুজন, আওয়ামী লীগের বিদ্রোহী এক প্রার্থী জয়লাভ করেছেন। কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ইউপি নির্বাচনে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাজেদুর রহমান তালুকদার বিজয়ী হয়েছেন। কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী নির্বাচিত হয়েছেন।

ফটিকছড়ি : নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচনে ৯ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম সিরাজদৌল্লাহ।

চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার পাঁচটি ইউপি নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রবি বিশ্বাস নির্বাচিত হয়েছেন। রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ শাহ নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গা উপজেলা আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক, নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

বরিশাল : বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদুল হাসান বাবু।

গাজীপুর : সদর উপজেলায় ২টিতে বিএনপি মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। পিরুজালী ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে সাইফুল্লাহ সরকার (স্বতন্ত্র), ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে ফজলুল হক মুসুল্লী (বিএনপি) এবং ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে মো. আবু বকর ছিদ্দিক (বিএনপি) নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর : সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ছয়জন, আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ ও বিএনপির তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন অম্বিকাপুরে আবু সাইদ চৌধুরী, কানাইপুরে আওয়ামী লীগের বেলায়েত ফকির, ঈশানগোপালপুরে আওয়ামী লীগের সহীদুল ইসলাম, গেরদায় আওয়ামী লীগের জাহিদুর রহমান, আলিয়াবাদে আওয়ামী লীগের ওমর ফারুক, কৈজুরীতে আওয়ামী লীগের খন্দকার ইফতেখার মোহাম্মদ, ডিক্রীরচরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান, মাচ্চরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ মুন্সী, নর্থচ্যানেলে বিএনপির মো. মোস্তাকুজ্জামান, চরমাধবদিয়াতে বিএনপির মির্জা সাইফুল ইসলাম, কৃষ্ণনগরে বিএনপির গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist