সংসদ প্রতিবেদক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

সংসদে আইনমন্ত্রী

উচ্চ আদালতে ৭ বছরে ৩ লাখ ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩ এপ্রিল পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৯ হাজার ৬২৫টি দেওয়ানী মামলা, ৯ হাজার ৩৭টি ফৌজদারী ও দেওয়ানী প্রকৃতির অন্যান্য ৯০টিসহ মোট ৩৮ হাজার ৭৫২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৫ হাজার ৪৯২টি দেওয়ানী মামলা, ১ লাখ ৮৯ হাজার ৩৬৪টি ফৌজদারী ও দেওয়ানী প্রকৃতির অন্যান্য ৭১ হাজার ৬৫৬টিসহ মোট ২ লাখ ৯৬ হাজার ৫১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist