বাঘা (রাজশাহী) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৯

ইমারত শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি

দেশব্যাপী ‘নির্মাণ শ্রমিকদের দাবি দিবস’র কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইমারত শ্রমিক ইউনিয়ন। গতকাল শুক্রবার সকালে সংগঠনের বাঘা উপজেলা সভাপতি মকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান ও সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন। মিছিলটি বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, ভবন নির্মানের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা বর্তমান সরকারের কাছে সরকারি উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা এবং উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন করে বাসস্থান নিশ্চিতসহ শ্রমিকের সন্তানদের চিকিৎসা ও পড়ালেখা মিলে মোট ১২ দফা দাবির কথা তুলে ধরেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close