টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

টঙ্গীতে বকেয়া বেতনের দাবি

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দাদা ঢাকা লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানাটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। গতকাল সোমবার ঘটনাটি ঘটে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধে একাধিক তারিখ দিলেও তারা তা পরিশোধ করেনি। সর্বশেষ সেপ্টেম্বর মাসের বেতন গতকাল ২২ অক্টোবর সোমবার পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তা করেনি কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close