চট্টগ্রাম ব্যুরো

  ২৩ নভেম্বর, ২০১৭

সংবাদ সম্মেলনে প্রশ্ন

বন্দরে লস্কর পদে কার সুপারিশে কতজন নিয়োগ

চট্টগ্রাম বন্দরের লস্কর পদে কার সুপারিশে (মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য) কতজন নিয়োগ হয়েছে সেই প্রশ্ন তুলে তা প্রকাশের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় অধিবাসীদের অধিকার আদায় পরিষদ নামে একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ খান।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০ জন প্রার্থী লস্কর পদে আবেদন করেছিলেন। কিন্তু কারো চাকরি হয়নি। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীও ছিল। বন্দরের কারণে ক্ষতিগ্রস্তদের চাকরি না দিলে পাড়া-মহল্লায় সমাবেশ, থানা-ওয়ার্ডে জনসভা, বন্দর ভবন ঘেরাও কর্মসূচি ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। লস্কর পদে চট্টগ্রাম থেকে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে নৌপরিবহনমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। মিথ্যা তথ্য দিয়ে মন্ত্রী ধোঁকা দিতে চাইছেন। কীভাবে, কোন কোটায় কতজন নিয়োগ দিয়েছেন, তা স্পষ্ট করা হোক। অন্যদিকে এসব এলাকায় ফ্ল্যাট বাড়ি ও একাধিক ফ্ল্যাটের ক্রেতা বন্দরের একশ্রেণির কর্মকর্তা। এত টাকা তারা কোথায় পেলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist