নিজস্ব প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৭

বিশেষ ছাড়ে জমজমাট ফার্নিচার মেলা

ঘরের সৌন্দর্য মানেই আসবাবপত্র। নান্দনিক আর আর্কষণীয় করে ঘর সাজাতে আসবাবপত্র চাই-ই চাই। কথাগুলো বললেন সদ্য বিবাহিত ব্যাংকার আবদুল্লাহ আল মামুন। মামুন তার প্রয়োজনীয় সব আসবাবপত্র এ মেলা থেকে কিনতে চান। মূল্যছাড়ের বিশেষ অফার থাকায় জমজমাট হয়ে উঠেছে পাঁচ দিনের এই মেলা, যা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে চলা এ মেলা ঘুরে দেখা যায়, স্টল রয়েছে ১৩৫টি। বিভিন্ন কোম্পানি মেলা উপলক্ষে দিচ্ছে নগদ ছাড়ের অফার। ৫ থেকে ২০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। মেলায় স্প্রিংযুক্ত ম্যাট্রেস, কম্বল, বালিশ, কুশনের বিক্রি তুলনামুলকভাবে বেশি। মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। ফার্নিচার ব্র্যান্ড নাদিয়া, হাতিল, ব্রাদার্স, আক্তার, পারটেক্স, অ্যাথেনাস, নাভানা ও রিগ্যালসহ বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে সর্বনিম্ন দুই হাজার টাকা দেড় লাখ টাকা মূল্যের আসবাব পাওয়া যাচ্ছে।

ব্রাদার্স ফার্নিচারের সহকারী ম্যানেজার নজরুল ইসলাম বলেন, নতুন নকশার সব পণ্য উঠিয়েছি। আমাদের স্টলে ব্যাংকের মাধ্যমে কিস্তিতেও আসবাব কেনার সুযোগ আছে। গত তিন দিনে প্রায় ১৫ লাখ টাকা বিক্রি হয়েছে। শেষ দিন পর্যন্ত ৪০ থেকে ৫০ লাখ টাকা বিক্রি হবে।

ওমেগা ফার্নিচারের কর্ণধার শেখ আবদুুল আউয়াল বলেন, ফার্নিচারশিল্পকে এগিয়ে নিতে আধুনিক ডিজাইনের আসবাব আনা হয়েছে। তবে দেশীয় ফার্নিচারের প্রতি মানুষ আকৃষ্ট করাই আমাদের লক্ষ্য।

ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান বলেন, প্রতি বছরই আমরা এ ধরনের মেলা করি। দর্শনার্থীদের ভালোই সাড়া পাওয়া যায়। দিন দিন ক্রেতা বাড়ছে। বেচা-কেনার চেয়ে আমরা প্রচারকে বেশি গুরুত্ব দিচ্ছি।

‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’-এ প্রতিপাদ্য নিয়ে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয় ১৪তম জাতীয় ফার্নিচার মেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist