নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

নেতাদের অভিযোগ

ইউনিয়ন গঠন করে চাকরি হারালেন ৩২২ শ্রমিক

ইউনিয়ন গঠনের অপরাধে সাভারের কিউ পয়েন্ট ফ্যাশনসের তিন শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের সামনে লাল পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করে এ অভিযোগ আনেন চাকরিচ্যুত শ্রমিকরা। গার্মেন্টসটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে চাকরিচ্যুত শ্রমিক জুয়েল জানান, গত ৩১ আগস্ট শ্রম দফতরে একটি ইউনিয়ন গঠনের আবেদন দাখিল করা হয়। এটি জানতে পেরে ১১ সেপ্টেম্বর গার্মেন্টসটি থেকে ৩২২ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।

শ্রমিকদের দাবি, তাদের তিন মাস ১৩ দিনের বেতন এখনো পরিশোধ করেনি গার্মেন্টসটি। এ ছাড়া ওভারটাইম ও ছুটির টাকা দেওয়া হয়নি তাদের। জুয়েল অভিযোগ করে বলেন, ‘টাকা চাইলে কারখানার ডেপুটি প্রডাকশন ম্যানেজার বাবু হালদার এলাকার সন্ত্রাসী দিয়ে আমাদের গায়ে হাত তুলে, ভয় দেখায়।’ অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম বলেন, ‘এভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারে না। এ ছাড়া আন্দোলন করলে নারী শ্রমিকদের আটকে রাখা, গায়ে হাত তোলাসহ নির্যাতনের শিকার হচ্ছে। তাই এখানে আমাদের অভিযোগ জানাতে এসেছি।’ এ বিষয়ে কথা বলতে কিউ পয়েন্ট ফ্যাশনসের ডেপুটি প্রডাকশন ম্যানেজার বাবু হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি কারখানাটিতে কাজ করেন না দাবি করে কথা বলতে অস্বীকৃতি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist