নিজস্ব প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে রাজপথে শিল্পীরা

কালো-সাদা পোশাকে মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশনের তারকাদের এক ‘শিল্পীবন্ধন’ থেকে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হলো। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি উঠল। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। তবে মানববন্ধনের স্বাভাবিক চিত্রের চেয়ে গতকালের দৃশ্য ছিল ভিন্ন। কারণ এক সারিতে দাঁড়ানো মুখগুলো সবার চেনা। মানববন্ধনে শিল্পীরা বঙ্গবন্ধুর দর্শন-দেশ ভাবনা নিয়ে করা উক্তিগুলো তুলে ধরেন। কবি নির্মলেন্দু গুণ, লেখক আনিসুল হকের লেখা কবিতা পাঠ করেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ এবং চলচ্চিত্র শিল্পী অরুণা বিশ্বাস। ছোট-বড় পর্দার শিল্পীদের পাশেই বড় ক্যানভাসে তুলির আঁচড়ে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন চিত্রশিল্পী রফিকুন নবী এবং সহশিল্পীরা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘ভুলি নাই, ভুলবো না’ লেখা কালো ব্যানারের পেছনে দাঁড়িয়ে মঞ্চ ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, ড. ইনামুল হক, আজিজুল হক, চলচ্চিত্র শিল্পী রোজিনা, বাপ্পারাজ, টেলিভিশন শিল্পী শহিদুল আলম সাচ্চু, শমী কায়সার, আফসানা মিমিসহ শিল্পাঙ্গনের নবীন-প্রবীণরা এই দাবি জানান। শিল্পীদের এই সারিতে দাঁড়ান জোটের সভাপতি এবং সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, বঙ্গবন্ধুকে আমরা ভুলি নাই, ভুলবো না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ৭১ এর পরাজিত এবং ৭৫ এর কালো অধ্যায়ের জন্ম দেওয়া অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে তাদের শক্তহাতে দমন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist