বরিশাল প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৭

সড়ক সংস্কারে বাসমালিকদের আলট্রিমেটাম

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তার খানাখন্দ সংস্কারের দাবি জানিয়ে ধর্মঘটের আলট্রিমেটাম দিয়েছেন বরিশাল জেলা বাসমালিকরা। গতকাল শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলট্রিমেটাম দেওয়া হয়।

লিখিত বক্তব্যে জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন জানান, ঢাকা বরিশাল মহাসড়কের প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা বেহালদশায় রয়েছে। বিশেষ করে জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরপুর। প্রায়ই এ সড়কে বাস-ট্রাক ফেঁসে (আটকাপড়ে) যায়; রেকার দিয়ে ওঠাতে হয়। আর ছোট গাড়ি তো চলতেই পারছে না।

তিনি বলেন, এদিকে পবিত্র ঈদুল আজহা সন্নিকটে এসে গেছে। ঈদের ছুটিতে ঢাকা থেকে মানুষ এই মহাসড়ক হয়ে বরিশালে আসবে, আবার বরিশাল থেকে ঢাকায় যাবে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি বলেন, একটা বিষয়ে সকলের অবগত হওয়া প্রয়োজন। দোয়ারিকা, শিকারপুরের দুইটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক প্রায় ১০ কিলোমিটার। যা প্রায় ২০ বছর পূর্বে করানো হয়েছিল, সে রাস্তার কোথাও কোনো খানাখন্দ নেই, রাস্তা একদম পরিচ্ছন্ন এবং নতুন অবস্থার মতোই। অথচ মহাসড়কের সেই অংশে অপ্রোয়জনীয়ভাবে প্রচুর অর্থ ব্যয় করে কার্পেটিং করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist